Tide Turners-02.png

পটভূমি

প্লাস্টিক চ্যালেঞ্জ বিষয়টি “প্লাস্টিক টাইড টার্নার্স চ্যালেঞ্জ” থেকে নেয়া হয়েছে যা মূলত; ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্যা স্কাউট মুভমেন্ট এবং ইউএন এনভাইরনমেন্ট প্রোগ্রাম থেকে সৃষ্ট। এতে অংশগ্রহণ করার জন্য অঙ্গীকারনামায় স্বাক্ষর করুন। বাড়ি ও নিজ কমিউনিটিতে এসমস্ত কার্যক্রম সম্পন্ন করুন।

প্লাস্টিক দূষণ কেন গুরুত্বপূর্ণঃ

পৃথিবীতে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে আরো জানতে পড়ুন। এই আর্টিকেল পড়ার পর,পৃথিবীতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের ছয়টি দিক সম্পর্কে আপনি জানতে পারবেন এবং অন্যদের প্লাস্টিক চ্যালেঞ্জ কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী হবেন।

Tide Turners-05.png

পৃথিবীতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের ছয়টি দিকঃ

১.সামুদ্রিক-বন্ধুদের ক্ষতির কারণঃ এমন অনেক সামুদ্রিক প্রানী আছে যারা প্লাস্টিক গিলে ফেলে, এর ফাঁদে পড়ে এবং অনেক প্রানী প্রায়শঃ মারা যায়। সমুদ্রতলদেশে প্রায় ১১.১ বিলিয়ন প্লাস্টিক পন্য প্রবাল-প্রাচীর ঘিরে রেখেছে যা সামুদ্রিক প্রণিদের পর্যাপ্ত অক্সিজেন ও আলো পৌঁছাতে বাধাঁর সৃষ্টি করছে এবং এর পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ করছে।

২.মাটি দূষণঃ জমিতে প্লাস্টিকের প্রভাব খুব ক্ষতিকর। প্লাস্টিক মাটি ও পানিতে বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যা মাটি ও গাছপালার জন্য ক্ষতির কারণ। এছাড়া আমাদের বাস্তু-তন্ত্র টিকিয়ে রাখার জন্য যেসকল প্রানি গুরুত্বপূর্ণ (যেমনঃ কেঁচো), তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাটিতে মিশে থাকা প্লাস্টিক পণ্য আমাদের খাদ্য-শস্যতেও প্রবেশ করে। আর সে পথেই তা আমাদের কাছে আবার ফিরে আসে। এমনকি গরুও প্লাস্টিকের ব্যাগ খেয়ে ফেলতে পারে। নাইরোবির প্রাণি-সম্পদ খামারগুলোতে পালিত গরুর পেটে গড়ে প্রতি গরুতে ২০ টি করে পলিথিন ব্যাগ পাওয়া গিয়েছে। এই প্লাস্টিক গরুর জন্য ক্ষতিকর তো বটেই ; এছাড়াও যারা গরুর মাংস ও দুধ খান, তাদের জন্যও ক্ষতিকর।

৩.জলবায়ু পরিবর্তনে ভূমিকাঃ হ্যাঁ, জলবায়ু পরিবর্তনে প্লাস্টিকের ভূমিকা রয়েছে। প্লাস্টিক মূলতঃ পেট্রোলিয়াম থেকে তৈরী । বিশ্বের মোট তেল উৎপাদনের ৮% এই প্লাস্টিক পণ্য তৈরীতে ব্যবহৃত হয়। অনুমান করা হচ্ছে যে, ২০৫০ সাল নাগাদ এই হার বেড়ে ২০ শতাংশে উন্নীত হতে পারে। তেল খনন ও প্লাস্টিকে রূপান্তরিত করতে গ্রীণ হাউজ গ্যাস নির্গত হয় যা পরিবেশে মিশে গিয়ে বৈশ্বিক উষ্ণায়ন ঘটায় এবং এভাবেই জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। এমনকি এটি সমুদ্রের পাশে ও সূর্যালোকে পড়ে থাকা অবস্থাতেও গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ করে।

৪.বন্যা সৃষ্টিঃ আপনি কি জানেন যে, প্লাস্টিক-বর্জ্য শহরে বন্যা সৃষ্টি করতে পারে? প্লাস্টিক-বর্জ্য ড্রেন ও পানি নির্গমনের রাস্তায় আটকে যায়, যা বাংলাদেশ ও ভারতের মত অনেক দেশের শহরগুলোতে বন্যার প্রধান কারণ।

৫.অসুস্থতার নিয়ামকঃ যখন প্লাস্টিক ব্যাগ পয়োঃনিষ্কাশন ব্যবস্থা ব্যহত করে, তখন সেখানকার বদ্ধ-পানিতে মশা ও অন্যান্য কীট পতঙ্গের প্রজনন বিস্তার লাভ করে। এই অবস্থায় ম্যালেরিয়া ও কীট পতঙ্গ বাহিত রোগ-সমূহের বিস্তার ঘটতে পারে।

৬.ব্যয়বহুল পরিস্কার-পরিচ্ছন্নতাঃ আবর্জনা নিরসনে আমাদের রাস্তা ও পার্ক পরিচ্ছন্ন করার কাজে আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করি। প্লাস্টিক অন্যভাবে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, এটি খুব স্বাভাবিকভাবেই পর্যটনে নিরুৎসাহিত করে । কারণ, প্লাস্টিক আবর্জনায় সম্বলিত জায়গায় কে ই বা যেতে আগ্রহী হয়?

পরবর্তী