Raise awareness of climate change!

আইন ও চুক্তি

প্রশ্ন আসতে পারে, আমরা সরকার এবং কোম্পানিগুলির মাধ্যমে যে সমাধানগুলি করতে চাই তা কীভাবে বাস্তবায়ন করতে পারি? উত্তর হচ্ছে- ‘আইন প্রনয়ন’। একটি কার্বন-ট্যাক্স অথবা 'ক্যাপ অ্যান্ড ট্রেড'-এর মতো আইনগুলি এক্ষেত্রে বেশ সহায়ক কারন এসমস্ত আইন নজরদারির মাধ্যমে শিল্প-প্রতিষ্ঠানসমূহকে সতর্ক রাখে। এছাড়া এসমস্ত চুক্তির কল্যাণে দেশগুলো একযোগে কার্বন-নির্গমন কমাতে সম্মত হয় সেগুলোও বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া দেশগুলোকে ন্যায়-সম্মতভাবে কার্বন কমিয়ে আনার ব্যাপারে সেসব প্রতিষ্ঠান সমূহ সহমত হতে বিশেষ ভূমিকা পালন করে।

জলবায়ু স্বমন্ধীয় যে সমস্ত চুক্তি বিদ্যমান তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)।.

‘প্যারিস চুক্তি’র কথা অনেকেই হয়তো শুনেছেন। বহু বছর ধরে আলোচনার পর এই চুক্তির ফলে ২০১৫ সালে দেশগুলি তাদের কার্বন-নির্গমন কমাতে সম্মত ও সক্ষম হয়েছিল। যাই হোক, যেসমস্ত দরকারি চুক্তিসমূহ এখনও আইনী রুপ নেয় নি, তা আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ২০২১ সালের মধ্যে পরবর্তী আলোচনা স্বাপেক্ষে তা নিয়ে কাজ করলে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক।

পূর্ববর্তী পরবর্তী