করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়

leaflet_Bangla-02.png

১. ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন।


leaflet_Bangla-03.png

২. যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না। হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকুন।


leaflet_Bangla-04.png

৩. হাঁচি-কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিষ্কার করুন।



করোনাভাইরাস (কোভিড-১৯) এর লক্ষণসমূহ:

leaflet_Bangla-05.png

জ্বর

কাশি

শ্বাসকষ্ট

leaflet_Bangla-01.png



করোনাভাইরাস (কোভিড-১৯) আμান্ত দেশ হতে আসার অথবা আμান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ১৪ দিনের মধ্যে উপরের যে কোনো লক্ষণ দেখা দিলে:

  • নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন
  • সুস্থ ব্যক্তি হতে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন
  • আইইডিসিআর- এর হটলাইন নম্বরে যোগাযোগ করুন
    • আইইডিসিআর - এর হটলাইন নম্বর: ০১৯৪৪৩৩৩২২২, ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫ ও স্বাস্থ্য বাতায়ন - ১৬২৬৩

leaflet_Bangla-06.png


পরবর্তী